Monday, November 18, 2013

ব্লগে অ্যাড ব্যাবহার করে সত্যিকারের আয় করুন

ব্লগে অ্যাড ব্যাবহার করে সত্যিকারের আয় করুন
ব্লগার বন্দুরা , আমার সুবেচ্ছা নিবেন। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা ব্লগার তাদের মধ্যে অনেকেই আছি যারা ইন্টারনেটে আয় করতে চাই। কিন্তু ইন্টারনেটে আয় করার হাজারো রাস্তা আছে। তার মধ্যে একটি ভালো এবং সহজ উপায় হচ্ছে ব্লগ বা ওয়েব সাইটে বিভিন্ন কম্পানির অ্যাড ব্যাবহার করে টাকা আয় করা। আবার অনেক কোম্পানি আছে যারা অ্যাড ব্যাবহার করিয়েও টাকা ($) পেমেন্ট করেনা, ফলে হতে হয় প্রতারনার শিকার। তাই যে কোন কম্পানির অ্যাড ব্যাবহার করা জাবেনা। তবে হ্যাঁ বেস কিছু অ্যাড কোম্পানি আছে যারা সঠিক ভাবে আপনার টাকা ($) পেমেন্ট করে।


তার মধ্যে একটি অন্নতম হচ্ছে গুগল অ্যাডসেন্স। তাই বেশীর ভাগ ওয়েব সাইট/ ব্লগাররা গুগল অ্যাডসেন্স ব্যাবহার করার জন্য গুগলের পিছনেই ছুটে। আবার অনেকেই গুগল অ্যাডসেন্স না পেয়ে ইন্টারনেট থেকে টাকা ইনকাম করতে না পারার বেরথতা নিয়ে ফিরে আসে। কারন গুগল অ্যাডসেন্স পাওয়া এত সহজ ব্যাপার না। আপনাকে গুগল অ্যাডসেন্স একাউন্ট খুলতে হলে অনেক নিয়ম কানুন ও সর্ত মানতে হয়। এগুলো যে কত কঠিন ব্যাপার তা আমরা সকলেই জানি। আর এত ঝামেলা করে গুগল অ্যাডসেন্স একাউন্ট খুলে সাবমিট করার পর গুগল অ্যাডসেন্স আপনাকে একটা দুঃসংবাদ দিয়ে থাকে। তাও আবার গুগল অ্যাডসেন্স বাংলা ব্লগ বা বাংলা ওয়েব সাইটে সাপোর্ট করেনা। আবার একটু বেতিক্রম হলেই ব্লক করে দেয়। তাই বলে কি আমরা আমাদের ব্লগে বা ওয়েব সাইটে বাংলা অ্যাড ব্যাবহার করতে পারবনা ?

তাই আমি আজকে আপনাদেরকে এমন একটি এডভেরসটিং নেটওয়ার্ক এর সাথে পরিচয় করিয়ে দিবো সেখানে এ সকল সমস্যার সম্মুখীন হতে হবেনা।

আর সেই সাইটটির নাম Bidvertiser

Bidvertiser বাংলা সহ যে কোন ভাসার ব্লগ বা ওয়েব সাইটে খুব সহজেই সাপোর্ট করে। Bidvertiser এর অ্যাড আপনার ব্লগ বা ওয়েব সাইটে শো করিয়ে আপনি ভালো ডলার (টাকা) ইনকাম করতে পারবেন।
বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই Bidvertiser  এর অ্যাড ব্যাবহার করছে। এবং আপনি লক্ষ করলে দেখবেন আমিও এই ব্লগে Bidvertiser এর অ্যাড ব্যাবহার করেছি।

আপনারা যারা গুগল ব্যাবহার করছেন তারা জানেন, গুগল 50-60 টি ক্লিক করলেও আপনাকে দেবে 0.09 সেন্ট মাত্র। কিন্ত Bidvertiser আপনাকে প্রতি ক্লিকেই দিবে কমপক্ষে 0.05 সেন্ট।
তবে হ্যাঁ Bidvertiser ব্যাবহার কারি 50 ক্লিকেই পাচ্ছেন 2.50 ডলার।  Bidvertiser আপনাকে মাত্র 10 ডলার জমা হলেই পেপেলের মাধ্যমে ডলার পে করে, আর 50 ডলার হলে চেকের মাধ্যমে পেমেন্ট করে।
কিন্তু গুগল 100 ডলার না হওয়া পর্যন্ত আপনাকে কোন ডলার পে করবেনা।
তাহলে এবার আপনি নিজেই চিন্তা করে দেখুন কোথায় গুগল অ্যাডসেন্স আর কোথায় বিডভারটাইজার ।
এখন আপনি ভেবে দেখুন কোনটি ব্যাবহার করবেন।

তাই আপনি এখনি Bidvertiser সাইন আপ করতে এখানে ক্লিক করুন।
এর পর Bidvertiser এর হোম পেজ আসবে।
এর পর নিচের চিত্রের মত PUBLISHERS হতে JOIN FREE তে ক্লিক করুন।



       
 JOIN FREE তে ক্লিক করার পর নিচের চিত্রের মত যে পেজটি আসবে সেখনে খালি বক্সে আপনার তথ্য দিয়ে Continue তে ক্লিক করুন।


 এর পর যদি আরো কোন তথ্য চায় তা দিয়ে আপনার Bidvertiser একাউন্ট তৈরি করে নিন।
সকল তথ্য সঠিক ভাবে দেয়া হলে আপনার ইমেইলে একটি কনফিগারেসন ম্যাসেজ পাঠানো হবে।
আপনি আপনার মেইল চেক করে দেথুন এবং Bidvertiser থেকে আশা ম্যাসেজটি একসেপ্ট করুন।
এবং মেইলে পাঠানো User Name এবং Password টি সংরক্ষণ করুন।
এবার Bidvertiser এর হোম পেজে প্রবেশ করুন বা এখানে ক্লিক করুন।
এরপর নিচে ডান পাসে দেখুন ACCOUNT TYPE নামে একটি অপশন আছে।
সেখান থেকে publisher সিলেক্ট করুন।
তারপর User Name এবং Password দিয়ে SECURITY CODE বক্সে নিচের ইমেজের নাম্বারটি লিখুন।(আমার এখানে দেয়া আছে 3321)
এর পর Login বাটনে ক্লিক করুন।  

এবার Bidvertiser অ্যাড আপনার ব্লগে বা ওয়েব সাইটে ব্যাবহার করে ঘরে বসেই টাকা ইনকাম করুন।
কীভাবে অ্যাড ব্যাবহার করবেন তা Login করলেই বুজতে পারবেন।
এর পরেও বুজতে সমস্যা হলে কম্যান্ড করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কম্যান্ড এর সঠিক উত্তর দেয়ার।
তাছাড়াও আমি কিছু দিনের ভিতরে আরেকটি পোষ্ট লিখব কীভাবে Bidvertiser এর অ্যাড ব্যাবহার করবেন আপনার ব্লগ বা ওয়েব সাইটে (যারা নতুন তাদের জন্য)।
লিখায় কোন ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আল্লাহ্‌ হাফেজ। 

3 comments:

  1. আপনাকে ধন্নবাদ । খুব সুন্দর ওয়েব সাইট। আমি খুব উপকার হইসা।
    মনিরুল ইসলাম, ডিনাজপুর , বাংলাদেশ।

    ReplyDelete
  2. Are you trying to earn money from your visitors by popunder advertisments?
    In case you do, did you ever use Pop Ads?

    ReplyDelete
  3. If you are looking for a good contextual advertising company, I suggest you take a look at Clicksor.

    ReplyDelete

Review joomlaoscommerce.blogspot.com on alexa.com